থাকবে কি আর পাশে?
- ফয়েজ উল্লাহ রবি

থাকতে ভালো লিখেছ যে, লিখতে বলে কবিতা,
উঠে না তো কাগজ-কলম নিজের মাঝেই অস্মিতা।
কর্ম জীবন ডাকছে বলে সময় কোথায় হে?
স্বাধীনতা মরছে কুঁড়ে মরুর বালির আঘাতে!
খড় তাপে জীবন ভাপে স্বাদ সাধ্য বিলীন বালুর প্রান্তরে।
ইচ্ছে গুলো হারালো আজ মনেরই অজান্তে-
বসে-বসে চেয়ে থাকি দ্রুত চলা মটর গাড়ি,
জীবনও তাই চলছে বেগে ভাবছি যে আর ফিরবো ক’বে বাড়ী?
আজ আগামী কাটবে কেমন? একা-একাই চলার পথে
থাকবে কি আর আমার পাশে? আগের মতো ভালোবেসে।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
২৪ বর্ষা ১৪১৩, ০৯ সেপ্টেম্বর ২০০৬


২৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।