থুথু না হয় সর্বনাশ
- আলমগীর সরকার লিটন

এক জীবনের কলঙ্ক ঘুড়ি এখন-
জীবন্তলাশে লাশ হয়ে শুধু উড়ুক!
মেঘগুলো দুর্গন্ধে ছড়ুক বাতাস
মাটির দীর্ঘশ্বাস শূন্যেই ভাসুক আকাশ-
তবু বেঁচে থাক- এক বন্যপশু পাখি, হাঁস
এভাবে উড়ুক সাদা মেঘের বার মাস-
অমরত্বের আশায় থু থু না হয় সর্বনাশ;
কে গছাবে নাটাই সুতার মাটি একমুঠো হাত!
অতঃপর এটাই বুঝে আসুক জীবন্ত লাশ-
না হয় রাক্ষসীর সর্ব ক্ষান্ত আশ।

১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই’২৪


২৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।