হাসি হবো
- রবিউল ইসলাম রাতুল
খুঁজলেই পাওয়া যায় আত্মের সন্ধান,
কামুক চোখে মুখে সাফল্য অনির্বাণ।
ত্যাগি হয়ে জীবনের হয়েছি যাযাবর,
হাসি মুখে মিথ্যকে দিয়েছি,দিবো কবর।
হানা দিয়ে সাগরে,আমি হবো অচিন মাঝি,
তোয়াক্কা না করে এগিয়ে যাই জীবনের ধরে বাজি।
চাহিদা তো শিরায় শিরায় সার্থকের গান গায়,
নিস্তব্ধ শীতল দেহে আশার বয়ে যায়।
আমি ছুরি আঘাতও বুকে নিবো সত্যের,
ঘৃণা আসুক আমার মনে-প্রাণে বিশ্বাসঘাতকের।
আমায় উপরে উঠানো তাগিদে ভুজ আসে যাদের,
আমি হবো মুক্তামনি,হাসি হবো তাদের!
© Robiul Islam Ratul
২৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।