উৎকৃষ্ট কবিতা
- আলমগীর সরকার লিটন
কবিতা এখন তাল গাছে
কিছু ক্ষণের মধ্যে লাউ গাছে-
তারপর টুনটুনির রঙমঞ্চে গান;
তার শূন্য আকাশে নেই, মাটি নেই
বাংলা গজলে কি মধুর সুরে তান!
আর দ্রোহের আগুনে ফেশকুলা
দলে দলে স্লোগান- তবু কবিতার
উৎফুল্ল যৌনের টান- এখন বয়ে
আসনছে বান- এই তো হলো
উৎকৃষ্ট কবিতার শুধু চলাচল মান।
১৬ শ্রাবণ ১৪৩১, ৩১ জুলাই’২৪
৩১-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।