=জাগলে ওঁরা=
- ফয়েজ উল্লাহ রবি ১৪-০৯-২০২৪

রক্ত নদী বাড়ে যদি হবেই লোহু সাগর,
কোন মোহে আর থামবে বলো যাঁরা উজাগর।
মৃত্যু ভয় যে করেছে জয় তারে কিসে ডরাও?
ধরবে না আর রক্ত হাতে যতোই হাত বাড়াও!
কাফন গায়ে ঘর ছেড়েছে চায় যে অধিকার,
ঠকাবে আর কতোটা দিন? জাগলেই তিরস্কার।
জনতার মন বুঝোনা তো এটাই পরিষ্কার!
জাগবে ওঁরা দেখবে তখন সবই যে অন্ধকার।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
১৯ শ্রাবণ ১৪৩১, ০২ আগষ্ট ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৩-০৮-২০২৪ ২০:৩৭ মিঃ

বাস্তবতার নিরিখে উচ্চারণ,
অসাধারণ লাগলো।

ফয়েজ উল্লাহ রবি
১৯-০৮-২০২৪ ০১:৫৭ মিঃ

অজস্র ধন্যবাদ শুভেচ্ছা শুভ কামনা রইল।