ক্ষমতার রক্ত চাট
- আলমগীর সরকার লিটন
আমরা হয়ে গেছি
ফিলিস্তিন কি ইসরাইল
কার গালে খোদ ভাঙ্গে;
খোদা কি আসছে আসমানে?
আমরা হয়ে গেছি-
কৃত্তা হায়না জানোয়ার
ক্ষমতায় ডাকে রক্ত বান
খোদা কি দেখে- খোদা কি দেখে?
এই রক্ত বন্যা পারা পার
খুনির মুখে ক্ষমতার রক্ত চাট!
আর কত কাল আর কত কাল
আমরা হয়ে গেছি
ফিলিস্তিন কি ইসরাইল;
২০ শ্রাবণ ১৪৩১, ০৪ আগস্ট’২৪
০৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।