=আলো আসবেই=
- ফয়েজ উল্লাহ রবি ১৪-০৯-২০২৪

বন্দুক আমার বুলেট আমার
বুকটা যদি আমার হয়?
এমন শাসক চাই না তো আর
বিদায় নেয়াই ভালো হয়!

লাখো শহীদের রক্তে কেনা
মৃত্যুপুরী আমার নয়,
তিপ্পান্ন বছর পরে এসে
হবে কেনো পরাজয়?

ইতিহাসে থাকবে অমর
হবে না তো ক্ষয়,
আসবে বিজয় আলো নিয়ে
ফুটবে হাসি জয়!

তোমরা যারা যুদ্ধে আছো
দিতে সবার অধিকার,
ভয় পেয়ো না সামনে আগাও
দূর হবে সব অন্ধকার।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২০ শ্রাবণ ১৪৩১, ০৪ আগস্ট ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৮-২০২৪ ০৩:৫১ মিঃ

জয় হোক জনতার দুর হোক অন্যায় অবিচার ও অহংকার ।