না বলা কথা...১৬
- অথই মিষ্টি
বাঁধীয়াছি চুল আজ মনোবিহঙ্গের স্বাদে
ঠিক যেমন ভাবে আমার হৃদয়ের কন্যা বাঁধে।
পড়েছি কপালের সীমানায় উপযুক্ত টিপ
যেনো মহাসমুদ্রের মাঝে এক পালতোলা প্রতিক।
কাঁজলের আচরে এঁকেছি আঁখি
ঠিক যেমন চঞ্চল চূড়ই পাঁখি।
রক্ত রঙ্গা তরঙ্গিত তরীর ন্যায় উদ্দাম এ দু-ঠোঁট
আর স্ব-ইচ্ছায় ব্লাউজ পড়েছি শর্ট।
পড়েছি উজ্জ্বল খয়েরী রঙের শাড়ি
দর্পনে দর্শন করে দেখি লাগছে আমায় ভারি।
নিস্তব্ধ আর নিঝুম ঘুমে চারপাশ পড়ছে নেতিয়ে
ও আমার স্বামী!
এখনো কোথায় তুমি, আছো কোন আড্ডায় মেতে!
স্ব-ইচ্ছায় আমি সেজে,
তোমার অপেক্ষায় আছি বসে।
তোমায় মুগ্ধ করে এই ভেবে খানিক্ষন দুষ্টামিতে মাতবো তোমার সাথে।
থাকতে থাকতে সজাগ
অভিমান জমে হৃদয়ে উঠতেছে রাগ
আর কতক্ষণ থাকবো বলো একলা ঘরে এই নিঝুম রাতে!
যখন মধ্য রাত পেরিয়ে গেল
যেনো আমার অপেক্ষার বাঁধ ভেঙ্গে গেল।
ভেঙ্গে গেল আমার স্নিগ্ধ হৃদয়ের গতি।
ওহে প্রিয় স্বামী! কেন স্বহস্তে নিভিয়ে দাও তুমি
প্রজ্বলিত সজাগ আশা ভরা আমার মনের জ্যোতি।
০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।