না বলা কথা...১৭
- অথই মিষ্টি

প্রাণ খোলা একটা মধুমাখা মুচকি হাঁসির মূল্য কতখানি জানো!
এক হৃদয় সমান।
জানোকি মুচকি হাঁসিতে ভাঁজপড়া একপলক সজাগ দৃষ্টির কতখানি মূল্য!
সীমাহীন আকাশ সমান।
কাঁদাবিহীন সাদা খুঁশি মনের মূল্য জানো!
শুধু পৃথিবীর সীমায় সীমাবদ্ধ নয় গ্যালাক্সির যুদ্ধেও করবে জয় তার সমান।

যদি তুমি শুধু হাঁসি মুখ চাও
তবে জেনে রাখ, তাঁহার জন্য পরিশ্রম করতে হয়।
দিতে হবে হৃদয় বিসর্জন
তবেই পাবে একখানা খুঁশিমাখা মন।
চাওয়া গুলো যেতে হবে ভূলে
তবেই সজাগ দৃষ্টি যেতে পারে মিলে।


০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।