নতুন দিনের প্রত্যাশা
- অথই মিষ্টি

রঙ্গিন প্রজাপতির ডানায়
বিষাদ বিহীন নব দিনের সূচনা হোক উক্ত কামনায়
অস্থির মন প্রতিনিয়তই প্রার্থনা করে প্রভূর কাছে চায়।

হোক সুজলা-সুফলা বঙ্গ
রক্তিম রং মিশে গিয়ে শান্তির সবুজ রঙের সঙ্গ
আসুক শুভ দিন আর সমাপ্ত হোক অনিয়মের নিয়ম ভঙ্গ।

বন্দুকের গুলি জমা থাক বন্দুকে
আবার শান্তিতে থাক ছাত্ররা পাঠশালায়
বাংলার জমিনে নব নব শান্তি ফিরুক আজ ব্যথিত মন চায়।


০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।