চাঁদের বুড়ির চিঠি....১৩
- আশরাফুন নাহার
একবার ভাবলাম চলে যাব ,অনেক দূরে...
পারলাম না ।
কেন পারলাম না!
দূরত্ব ঠাট্টা করে বলে,
"দূরে যাবে? দূরেই তো আছ আর কতো দূরই বা যেতে পারবে?"
সত্যি কতটা পিছে ফেলে এসেছি তবু মনে হয় এই তো সেদিনের কথা,
সেদিনই তো এক ঝলক বৃষ্টি,না না ওটা শুধু বৃষ্টি ছিল না,
এতে ছিল গলে যাওয়া মনের সাথে প্রিয় মনের মিশ্রন।
দুলি দুলি আকুলি দোলায় একটা সাতরঙা দোলনার আরোহী দুজন।
তুমি এখন বলো আরেকটা সুতোয় ধূসর রং করে বেঁধে নিতে মন,
আমি বলি-যখন রূপোর কৌটো ভেঙে জ্যোৎস্না একবার বেরোয় তা আর জমে না,ফুরোনোর আগ মুহূর্তেও তার স্বেচ্ছামুখি গমন।
কথাগুলোকে তীর করে ছুঁড়ে দিলাম তোমার বুকের জমিনে,তুমি তার ভেতরে খুঁজে নিও লুকোনো মুক্তোদানা,
আমার এই আর্তনাদে জানি আকাশ কাঁদে না,কেবল তুমিই অনুভব করতে পারো তা,
তাই তো আমার এই খোলাচিঠি জীবন্ত হয়ে কথা কয়,পৌঁছে দেয় তোমার কাছে আমার এই অস্পষ্ট বেদনার বার্তা।
হাজার কোটি মঙ্গল কামনা তোমার জন্য রেখে গেলাম।
ইতি
তোমার পাগলী বুড়ি
আশরাফুন নাহার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।