ভিন্ন ধারা
- রফিকুল ইসলাম রফিক
কাছের মানুষ দূর চ্যানেলে
আকাশ সীমানায়
দূরের মানুষ বুক পকেটে
অন্তর কেটে যায়।
সিঁধেল চোরা ঢুকলো ঘরে
মনের আঙিনায়
সকল কিছু লুট করে সে
নি:স্ব করে যায়
বিদ্যাপীঠে ঘুমায় গুরু
নেতার ঘরে রব
অর্ধহাতি যন্ত্র হাতে
খেলছে কুশি লব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।