তুফান
- Pushpu Monjuri ১৪-০৯-২০২৪

একটি কষ্ট একটি গল্প আন্দোলন
একটি শান্তিপ্রিয় মানুষ হয় কতল
একটি মানুষের ভেতর জন্ম নেয়
নতুন কোনো এক মানুষ।

সে আগুন সে প্রলয় সে দাপট
সে সিংহ যার প্রতাপে দম্ভ চূর্ণ
এক আঘাতে শত্রুকে করে নিশ্চিহ্ন
সেই পুঁড়ে যাওয়া মনের গল্প।

জন্মের সময় মায়ের হয়েছিল মৃত্যু
বাবার দেখেছিল নির্মম পরিহাস
এক দিনে হয়নি দগ্ধ হয়েছে বারেবার
জন্ম নিয়েছে এই দেশেতে অনেক তুফান।

শক্তিতে নয় বুদ্দিতে খেলে আছে এমন লোক
তারা মানুষকে ভালবাসতে জানেনা স্বার্থে পাল্টায় রুপ
সকল সৃষ্টি সকল অন্যায়ে কখনো হাজারো রোগ
জনউপস্হিতি করেছিল বিরুদ্দে তার অভিযোগ।

মানুষের নির্মমতা নির্দয়তা কমেছে কি এক গুণ
পূর্বের হইতে সেই সীমা বেড়েছে অনেক দূর
কোন মানুষ কি বাঁচতে চায়না, হাঁসতে চায় নাহ।

স্বপ্ন দেখে দুটি চোখ স্বপনে কেউ বিভোর
কষ্ট যন্ত্রণায় কেউ কি দেয়নি ডুব
অবাক বিস্ময়ে তাঁকিয়ে দেখি থামাতে তুফান
নারীর ভয়ংকর সেকি রুপ।

মানুষের মনে ভালবাসা না ফুটিয়ে
যদি ভরে দেই ঘৃণা হাজারো রকম
ঘরে ঘরে জন্মাবে তুফান
মনে রেখো কথাটি অবশ্যই।

কুস্তিগীড়ে মস্ত তুফান শক্তিতে অতিরুপ
তার নেই কোনো নিঁচু ভুল চুক
মনে রেখো এ জনম গেলে আরেক জনমে
একটি তুফান মরলে পরে শত তুফান আসবে নিশ্চয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।