দখলদার
- ফয়েজ উল্লাহ রবি
দেশকে রেখে রক্ত গর্ভে যারা পালিয়ে যায়
তারাই নাকি দেশ প্রেমের ঠিকাদার?
মুক্তিযুদ্ধের চেতনা বেচে খেয়েছে ওরা
আসলে ওরাই হানাদার দখলদার।
কথায়-কথায় খোঁটা দেয়া বলো যারে-তারে রাজাকার
এই দেশটা কি আর শুধুই তোমার একা বাপ-দাদার।
তোমার নামে বড়াই করে করছে যারা আস্ফালন,
দুখ সাগরে ভাসাই তাদের করছো দলের স্খলন।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ শ্রাবণ ১৪৩১, ০৬ আগস্ট ২০২৪
০৬-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।