দখলদার
- ফয়েজ উল্লাহ রবি ১৪-০৯-২০২৪

দেশকে রেখে রক্ত গর্ভে যারা পালিয়ে যায়
তারাই নাকি দেশ প্রেমের ঠিকাদার?
মুক্তিযুদ্ধের চেতনা বেচে খেয়েছে ওরা
আসলে ওরাই হানাদার দখলদার।
কথায়-কথায় খোঁটা দেয়া বলো যারে-তারে রাজাকার
এই দেশটা কি আর শুধুই তোমার একা বাপ-দাদার।
তোমার নামে বড়াই করে করছে যারা আস্ফালন,
দুখ সাগরে ভাসাই তাদের করছো দলের স্খলন।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ শ্রাবণ ১৪৩১, ০৬ আগস্ট ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।