পালায় নে
- আলমগীর সরকার লিটন

আমি পালায় নে
এই শস্য শ্যামল বাংলায়
আমাকে যত কাট মার
তবু আমি পালায় নে;
আমার রক্তের সাথে
বাংলার মাটি- ভালোবাসি
রক্ত মাংসে কায়া
আমি পালায় নে
বন্ধু বান্ধব আত্ম স্বজন
সব এক সাথে বাঁচি!
ওরা আমার ভাই নে
রোজ রোজ আলু ভতা করি
ভোজ পান্না রুই
আমি পালায় নে
কি নিলাম- কি পেলাম
আমাকে মাটি ছুঁইবে না
তবু আমি পালায় নে।
৬/৮/২৪


০৭-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।