তবে
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

যদি শিয়াল কুকুরেরে তাড়া খেয়ে
পরি হায়নার মুখে,
যদি বেত্রাঘাতের ভয়ে পালিয়ে
গুলি বিধে মোর বুকে।

যদি স্বাধীনতার পতাকা উড়িয়ে
দাও শোষণের হাক,
তার চেয়েও তো ভালো ছিল
ব্রিটিশ-ভারত-পাক।

যদি প্রতিশোধের নেশায় মোরা
ঘাত প্রতিঘাতে মাতি,
তবে কেমন করে গড়বো মোরা
সুশীল সভ্য জাতি।


০৭-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।