এমন স্বাধীনতা চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪
এমন স্বাধীনতা চাই
যেখানে কোন ধর্মের স্থান নাই
যেখানে স্থান থাকবে শুধু মানুষের
যেখানে বুক ফুলিয়ে বলতে পারবো
আমি হিন্দু
আমি মুসলিম
আমি খ্রিস্টান
আমি বৌদ্ধ।
যেখানে আস্তিক-নাস্তিকের স্বাধীনতা থাকবে
যেখানে শিল্প- সাংস্কৃতির স্বাধীনতা থাকবে।
আমি এমন স্বাধীনতা চাই
যেখানে নারী বোরকা পড়ে চলুক
আর বিকিনি পরে চলুক আমি এমন স্বাধীনতা চাই।
আমি বুক ফুলিয়ে সরকারের সমালোচনা করবো
কারো ভয়ে নিজের মনের কথা লুকিয়ে রাখবো না
আমি এমন স্বাধীনতা চাই।
যেখানে নারীর স্বাধীনতা খর্ব হবে না
যেখানে ভাস্কর্য দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে
যেখানে সংখ্যালঘু'র অবাধ স্বাধীনতা থাকবে
আমি এমন স্বাধীনতা চাই।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।