না বলা কথা...১৯
- অথই মিষ্টি
দখিনা হাওয়ায় শুকনো কলাপাতার মরমর শব্দে
বুকের ভিতর ঘুমন্ত হৃদয়টা উঠলো আতকে।
আর বিদিশার নিশা আমার এ চঞ্চল মন
দিশেহারা হয়ে খোঁজে শুধু তোমায় চারপাশে অনুক্ষণ।
কিন্তু না, আমার প্রিয় তুমি নাই,
তোমাকে আদৌ করুন সুরে বলা হয় নাই
আমার প্রতিটি কাজের মাঝে মাঝে
ওগো তুমি মিশে থাকো সকাল, দুপুর, সাঁঝে।
অথচ তোমার যেকোন ব্যস্ততায়
কিংবা প্রয়োজনীয় কাজে আমি থাকি না
আমি যে তোমার মাঝে একেবারে নাই তা কিন্তু নয়
কেবল আমি আমাকে খুঁজে পাই তোমার মাঝে
তোমার সকল কর্ম আর প্রয়োজন শেষে
ক্লান্ত শরিরে বারোটার পর ঘুমনোর ক্ষানিকটা আগে রাতের বেলায়।
আমার থেকে দূরে গেলেও আমার শুন্যতা তোমার অনুভব হয় না
কেবল তোমার পুরো মস্তিষ্ক আর হৃৎপিণ্ডে জুড়ে বিরাজ করে সামনে থাকে যা।
কিন্তু জানো কি তুমি! ওহে আমার প্রিয় স্বামী
এক ঘন্টার পর সময়ের কাঁটাটা দুইয়ে গেলে তোমায় ভূলে আর থাকতে পারি।
০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।