ব্যবধান
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
রক্ত দিয়ে বিজয় আনো
বিনয় দিয়ে গড়ো,
প্রতিশোধ হিংস্রতার চেয়ে
ক্ষমা অনেক বড়ো।
যদি তাদের মতো করে
তাদেরই করি অপমান,
তবে ব্যবধান রইলো কি
হবে উভয় সমান।
ক্ষনিকের বিজয় যদি
না করো সুষ্ঠু ব্যবহার,
অচিরেই ধ্বংস অনিবার্য
হবে হবেই ছারখার।।
০৯-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।