পিশাচ
- Pushpu Monjuri ১৩-০৯-২০২৪
পিশাচ যারা নিজে নিজে মরে
একা থেকে তবু অনেক ঘরে
তাদের প্রতি রোজে আছে খোঁজ
নিজের স্বার্থে সেয়ানা
অন্যের দুঃখে নিঁখোজ।
মনের মতো ভাবে কল্পনা সবই
জল্পনা উল্টোয় মনের মতো না হলে
কবি লিখে হাবিজাবি এই দাবি
তাদের ভেতরে প্রশান্তি নেই
অস্বস্তি তাদের দিবানিশি।
একদিন আমি জিজ্ঞেসিলাম খুব করে
দেখা হয়েছিল কাকা তাদের সাথে
মনে নেই ঠিক কাদের নিয়ে জিজ্ঞেসিলাম তাকে
মানুষ ভুলে গিয়েছে খুব সহজে
স্বার্থ ভুলেনি দলকে এখন আপন ভাবে।
কিছু পিশাচ আছে তাদের মনও ভঙ্গি
চালাক প্রকৃতির তাদের কারসাজি
খোঁজে তৃমি হয়রান হবে
মাথা তোমার বসে যাবে
কি রেখে কি মুখে বলে আর কাজ কি করে।
আমরা মরি মানুষের তরে ভেবে
তারা শুধু নেয় স্বার্থটাকে আপন করে
তবু তারা নিরঅপরাধ সবার কাছে
উল্টো বিরুদ্ধে অভিযোগ আমাদের
স্বাধীনতার জন্য লড়েও রয়ে গেলাম প্রতিহিংসা।
পিশাচ কাদের বলে শরম লজ্জা যাদের বেশি
বিনা কারণে অন্যকে যারা করে দোষী
অন্যের দুঃখে যারা বেজায় খুশি
বিপদে পড়লে চোখেমুখে কষ্ট রাশি
সুখের বেলায় পিশাচ রুপটা বেরিয়ে নির্দোষী।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।