জাগ্রত
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
আমরা কবে মানুষ হবো
জাগ্রত হবে বিবেক,
মূল্যবোধ আর মনুষ্যত্ববোধে
বিলুপ্ত মিথ্যে আবেগ।
হিংস্রতা প্রতিহিংসা ছাড়ি
মমতায় রবো জেগে,
আমিত্ব অহমিকায় কভু
থাকবো নাকো রেগে।
ক্রোশ-আক্রোশ বুকে পুষে
রাখবোনা'কো জমা,
প্রতিশোধ নয় প্রতিনিয়ত
হৃদয়ে লালিবো ক্ষমা।
১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।