এমন মেধাবী চাই না
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪
এমন মেধাবী চাই না
যে সংসদ বসে সিগারেট খায়।
এমন মেধাবী চাই না
যে সংসদ হট্টগোল -গালিগালাজ করে
এমন মেধাবী চাই না
যে মেধাবী মায়ের বয়সী নারীর ব্রা নিয়ে উল্লাস করে
এমন মেধাবী চাই না
যে নারীর শাড়ী -চুরুনী চুরি করে
এমন মেধাবী চাই না
যে বাঙালি জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলে
এমন মেধাবী চাই না
যে মূর্তি ভেঙে ফেলে মন্দির ভেঙে ফেলে।
এমন মেধাবী চাই না
যে লুটপাট করে ডাকাতি করে।
এমন মেধাবী চাই না
যে বর্বর'র মতো খুন করে ঝুলে রাখে।
এমন মেধাবী চাই না
যে তার পূর্ব পুরুষের কথা মনে রাখে না।
না না না
আমি মেধাবী চাই না.....
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।