সরকারি চাকুরী
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৩-০৯-২০২৪
প্রাক্তণ সরকারি চাকুরী খোঁজে
সরকারি চাকুরী ওয়ালা প্রেমিক খোঁজে,
আর আমি তার মাঝে কিছু খুঁজি নাই
শুধু ভালবাসা ছাড়া।
আমিও তো পারতাম সরকারি চাকুরী করতে
কিন্তু আমি করি নাই।
সব সময় নিজের স্বাধীনতা খুঁজেছি
সত্যি বলতে আজ অবধি
কোন চাকুরী'র জন্য আবেদন করি নাই।
আমার তো আর্মির চাকুরী হতো
পুলিশের চাকুরী হতো
বিজিবির চাকুরী হতো
আসলে আমি চাকুরী জিনিসটা অপছন্দ করি
সব সময় নিজের স্বাধীনতা কে প্রাধান্য দেই।
কারো গোলামী করা
কারো কথায় ওঠবস করা
আমার সংবিধানে নেই।
আমি কারো কোন কটুবাক্য শুনতে পারি না
কেউ কোন হুকুম করলে সহ্য করতে পারি না
কেউ কর্কশ ভাষায় গালমন্দ করলে মারপিট করি
জীবনে সবসময় মাথা উঁচু করে বাঁচতে চেষ্টা করেছি।
আজ অবধি কারো কাছে মাথা নত করি নাই।
যে আমায় ঢিল দিতো
আমি তাকে পাটকেল মারতাম।
মানুষ আমায় গুন্ডা বলে মাস্তান বলে
আমি সবসময় নিজের স্বাধীনতা কে প্রাধান্য দেই
আমি স্বাধীনতা ছাড়া বাঁচতে পারবো না।
কারো হুকুমে চলা আমার কাছে
জেলখানা মনে হয়.....
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।