ক্ষোভের বিস্ফোরণে
- নাহিদ সরদার
ক্ষোভের বিস্ফোরণ হলে
খসতে থাকে দম্ভের ইট,
খেয়ালি সাম্রাজ্যের উপর চেপে ওঠে
দেবতা মার্স।
তখন ক্ষুদিরামের সহস নিয়ে
বুকপাতে একালের সাঈদ;
বুক এফোড়-ওফোড় হলে,
রজ্যের সমস্ত জায়গায় ফোটে
সংস্কারের ফুল।
২০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।