প্রেম প্রণয়
- আলমগীর সরকার লিটন
যে দিন প্রেম নিবেদন করলাম
নীরব চুপ তারপর উত্তল সাগর
এক প্রেম মরা জল যেনো
বুলেটের আঁকা চুমু; ঝাঁঝরা হয়ে গেলো
প্রেমিকের বুক পাঁজার!
কতটা হিংসাছিল একধম জানাছিল না
ভেবেছিলাম সহজেই গ্রহণ করবে
প্রেম নিবেদন অথচ এতটাই স্বৈরাচার-
ঘৃণায় ফুটে না আর ১৮কোটি গোলাপ;
এভাবেই বেঁচে থাক শত প্রেম প্রণয়।
২১-৮-২৪
২১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।