আমার মায়ের সবুজশাড়ি
- মাহমুদুল মান্নান তারিফ

আমার মায়ের সবুজশাড়ি
মাহমুদুল মান্নান তারিফ

আমার মায়ের সবুজশাড়ি,কোমল হাতে কাচা,
বাংলা শ্যামলা মা-জননী,আমরা যে তার বাছা।
মায়েরবুকে স্বস্তিতে শ্বাস,সন্তানেরা নেয়ও,
গলাটিপে হত্যা করি,যে করে মায় হেয়ো।

মায়ের জন্যে সংগ্রাম আমরা,একাত্তরে করি,
তার ইজ্জতের উপর উঠলে,ঘাড়ে চেপে ধরি।
মায়ের জন্যে বুকভরা প্রেম,মায়ের জন্যে গান,
মায়ের জন্যে মরতে পারি,মায়ের জন্যে প্রাণ।

মুক্ত আমার মা-জননী,বলবো না মা কার?
বীর-বাহাদুর বাঙ্গালিদের,সয় না হানাদার।
সকল মায়ের শ্রেষ্ঠ এই মা,সকলদেশের রাণী,
মাকে সবাই ভালোবাসো,দূর করে সব গ্লানি।

মায়ের নামটি মধুমাখা সোনার বাংলাদেশ,
আমরা তাকে বাসি ভালো হৃদয় থেকে বেশ।

রচনা; ২৪ ডিসেম্বর ২০১৭
সম্পাদিত; ২৪ ডিসেম্বর ২০১৮


২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৯-২০২৪ ০০:১৪ মিঃ

মায়ের নামটি মধুমাখা সোনার বাংলাদেশ,
আমরা তাকে বাসি ভালো হৃদয় থেকে বেশ।