কোটাপ্রথা অভিশাপ
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪
কোটাপ্রথা অভিশাপ
মাহমুদুল মান্নান তারিফ
কোটাপ্রথা অভিশাপ, কোটা আনে যুদ্ধ,
এতো এতো খুন-গুমে জাতি বাকরুদ্ধ!
চাকুরীতে কোটাধারী মেধাবীরা রিক্সায়,
অপমানবোধ করে কেউকেউ বিষ চায়!
কোটাপ্রথা অভিশাপ, আনে না তা পূণ্য,
সাংবিধানিকভাবে করা চাই শূন্য।
মেধার লালন চাই বলিনি তা অন্যায়,
কোটাপাপ মুছে গেলো রক্তের বন্যায়।
কোটাপ্রথা অভিশাপ, জাতি আর চায় না,
কোটার কারণে পেশা মেধাবীরা পায় না।
মেধা চায় উন্নতি কোটা চায় রক্ত,
কোটার বিপক্ষেই জনমত শক্ত।
রচনা: ১৩ আগস্ট ২০২৪
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
MahmudulMannanTarif
১৪-০৯-২০২৪ ০০:০৯ মিঃকোটাপ্রথা অভিশাপ, আনে না তা পূণ্য,
সাংবিধানিকভাবে করা চাই শূন্য।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।