কোটাযুদ্ধের ফলাফল
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪

কোটাযুদ্ধের ফলাফল
মাহমুদুল মান্নান তারিফ

বৈষম্যকে লালন করে দেশ ছেড়েছেন তিনি,
তিনি হলেন তারই কন্যা দেশ গড়েছেন যিনি।
শেখ মুজিবুর সবার আগে বৈষম্যের বিরুদ্ধে,
দেশ-জাতিকে সাথে নিয়ে নেমেছিলেন যুদ্ধে।

দীর্ঘ ন’মাস যুদ্ধের ফলে স্বাধীন হলো দেশ,
এই দেশ আবার চালু করে কোটাপ্রথা বেশ।
মেধাবীরা চাকরি পায় না কোটাধারী পায়,
রাস্তা-ঘাটে মেধাবীরা অটো-বাইক চালায়।

দেখে দেখে স্বাধীনতার তিপ্পান্ন বছরে,
চব্বিশ সালে ছাত্রছাত্রী তুমুলযুদ্ধ গড়ে।
পাঁচই আগস্ট পদচ্যুত হলেন মুজিবকন্যা,
সারাদেশে হলো শুরু মহোৎসবের বন্যা।

রচনা; ০৫ আগস্ট ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

MahmudulMannanTarif
১২-০৯-২০২৪ ১২:৫২ মিঃ

মেধাবীরা চাকরি পায় না কোটাধারী পায়,
রাস্তা-ঘাটে মেধাবীরা অটো-বাইক চালায়।