তারুণ্য সব পারে
- মাহমুদুল মান্নান তারিফ

তারুণ্য সব পারে
মাহমুদুল মান্নান তারিফ

দেশে আজ নিতে পারি স্বস্থির নিঃশ্বাস,
বিজয়ের প্রতি ছিলো হৃদয়ের বিশ্বাস।
বুকভরা শান্তিতে আছি সব বাঙালি,
উপড়েই ফেলে দেবো কেউ চোখ রাঙালি!

কোটাপ্রথা দূর হবে, মেধা দিয়ে চাকুরী,
মেধাহীন চেয়ে র'বে শুধুশুধু হা-করি।
দেশ-জাতি এগোতে যে বাধা নেই অন্য,
মেধাবীরা নয় আর অমূল্য পণ্য।

তারুণ্য সব পারে, তরুণেরা মুক্তি,
সম্মুখে দেশ যাবে তরুণের উক্তি।
দামাল ছেলেরা করে উন্নতি কর্মে,
রক্তের দাগ দেখো যুদ্ধের বর্মে!

রচনা: ০১ আগস্ট ২০২৪


২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৮-২০২৪ ১৯:৪৫ মিঃ

রচনা; ০৫ আগস্ট ২০২৪