অনুশীলন
- মাহমুদুল মান্নান তারিফ
অনুশীলন
মাহমুদুল মান্নান তারিফ
পরচর্চা, দলান্ধতা, অন্ধের অভ্যাস,
ব্যক্তি আক্রমণ উঃ,- এক দীর্ঘশ্বাস!
মনের বৈরনিগ্রহ, খোরাক মনের,
বাধা হয় সম্প্রীতির -ও আলিঙ্গনের।
দলাদলি ঠেলাঠেলি, বাড়িয়েছে পাপ,
হত্যা করেছে পূণ্যকে, এই অভিশাপ!
সাধুতা জ্বলেছে পাপে, সলিল নিভায়!
বিদ্বেষে পুড়েছে শুধু, হৃদ বিষক্রিয়ায়।
আচরণ যায় করা, প্রকাশ ভাষায়!
স্বগর্বের বিষক্রিয়া, বিবেক শাসায়।
পঙ্কিলতা দূর করা খুব প্রয়োজন,
বিবেক করুক মন্দ অভ্যাস মোচন।
পদ্যের অনুশীলনে জীবনের গান,
ভ্রাতৃত্ব, প্রীতিতে পায় নেতৃত্ব সম্মান।
রচনা; ২১ জুলাই ২০২৪
২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।