"দুখু" নামের সেই ছেলে
- মাহমুদুল মান্নান তারিফ
"দুখু" নামের সেই ছেলে
মাহমুদুল মান্নান তারিফ
মনেরমত কবি ছিল "দুখু" নামের সেই ছেলে,
চুরুলিয়া জন্ম তাঁরই পদ্য-গানে যেই খেলে।
উর্দু, ফার্সি, ইংরেজিতে বলতো কথা দুখুরে,
বন্ধুগণের সাথেও সে সাঁতার দিতো পুকুরে।
হিন্দি, বাংলা, আরবিতে ছিল তাঁরই দক্ষতা,
বাংলা-ভাষায় কাব্যচর্চা, তাঁরই ছিল সখ্যতা।
বাবরি চুলে ঐ দুখুরে লাগতো বড় চমৎকার,
রব ব্যতীত কারো কাছে না জানাতো নমস্কার।
তাঁর বিদ্রোহী লেখনীতে ক্ষিপ্ত হল বৃটিশ রাজ,
লাল-বাহিনীর বিরুদ্ধে তাঁর উচ্চস্বরে কুচ্কাওয়াজ।
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি! স্বরে কাঁপে শত্রু ভিত,
"মৃত্যুকে ডাক জীবন পানে!" না ঝরাবে অশ্রু নিত।
'ঊষার দুয়ারে হানি আঘাত' কবিবুকে স্বরধ্বনি,
বিদ্রোহীকে বন্দি করে লাল-বাহিনীর মর্দন-ই।
রচনা; ২০ ডিসেম্বর ২০২২
২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।