"দুখু" ছিলেন শ্রেষ্ঠকবি
- মাহমুদুল মান্নান তারিফ
"দুখু" ছিলেন শ্রেষ্ঠকবি
মাহমুদুল মান্নান তারিফ
"দুখু" ছিলেন বাংলাভাষার শ্রেষ্ঠ কবি
করতেন তিনি শব্দচয়ন অতি,
দারিদ্রতায় ভুগলেও তো থামেনি তাঁর
কঠিন প্লেগে গান রচনার গতি।
"দুখু" ছিলেন প্রেমের কবি আত্মত্যাগী
দ্বীন-ইসলামের তরে খাঁটি ভক্ত,
ইসলামেরই ডঙ্কা বাজে তাঁর কবিতায়
ন্যায়ের পথে তাঁর কলমই শক্ত।
"দুখু" ছিলেন কবিসভার ভালোবাসা
সআবেগে বলছি কথা তাঁর-ই,
তাঁর কবিতায় জ্বালাময়ী মন্ত্র আছে
খোদাদ্রোহীর তরে সে তরবারি।
"দুখু" ছিলেন বাংলাভাষা শব্দমালার
শব্দ গড়ার বলবান কারিগর,
তৈরি কিসের ইট না মাটির দেখছ নি গো
কেমন ছিল ঐ দুখুর বাড়িঘর?
রচনা; ২০ ডিসেম্বর ২০২২
২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।