আগস্ট এসেছিল বলে
- আকতারুল ইসলাম

আগস্ট এসেছিল বলে
শ্বেত বিহঙ্গের দল বাঁধনছাড়া
উড়ছে মাহানন্দে নীল নীলাম্বরে।
আগস্ট এসেছিল বলে
বাগ বাগিচায় শত ফুলের
স্নিগ্ধ সুঘ্রাণ ছড়িয়েছে নবদিগন্তে।

আগস্ট এসেছিল বলে
তোতা গায় বিজয়ের গান
দ্বিতীয় স্বাধীনতার প্রথম প্রহরে।
আগস্ট এসেছিল বলে
প্রকৃতির বুকে স্বস্তির দোলা
জোয়ার এসেছে নীলাভ সাগরে

আগস্ট এসেছিল বলে
স্বৈরাচারের করালগ্রাস‌ থেকে
হাঁপ ছেড়ে বেঁচেছে কোটি প্রাণ।
আগস্ট এসেছিল বলে
লাল সবুজের এই বাংলায়
বর্গিদের হয়েছে অকাল প্রয়াণ।

আগস্ট এসেছিল বলে
বাকশাল থেকে বহুদলীয়
গণতন্ত্রের পালে লেগেছিল হাওয়া।
আগস্ট এসেছিল বলে
শকুনে বেনিয়া প্রতিবেশীর
বন্ধ হয়েছে যত চাওয়া পাওয়া।

আগস্ট এসেছিল বলে
তুমি আমি রং তুলি হাতে
শৈল্পিক আল্পনায় আঁকি দেয়ালিকা
আগস্ট এসেছিল বলে
চেতনার চিরচেনা বিভেদ ভুলে
তারুণ্যের জোয়ারে মিশে আত্মহারা।

১৫ আগস্ট ২০২৪.


২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৫-০২-২০২৫ ২০:৩৫ মিঃ

bah darun to... good.. go ahead man... best of luck

০৪-০২-২০২৫ ২০:০৭ মিঃ

দারুণ লিখেছেন। ভালো লাগলো দারুণ একটা কবিতা পড়ে