শরীরের ছোঁয়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম
সন্ধ্যার নরম আলোতে,
তোমার শরীরের ছোঁয়া,
অন্তরঙ্গতার মিলনে
শরীরে আসুক প্রেমের ধোঁয়া।
পৃথিবী যেন থেমে যায়,
শুধু দু’জনের মাঝে,
শব্দহীন ভাষায় আমরা,
বেড়াই বিচ্ছিন্ন সাজে।
প্রেমের স্রোত বয়ে যায়,
শরীরের প্রতি রক্তের টান,
চোখে চোখ রেখে থাকি,
এই মুহূর্তে সেক্স করি জান।
আশেপাশে থাকুক নীরবতা,
মনে থাকুক আবেগের ঘনঘটা,
এ প্রেমের সঙ্গী হয়ে,
ঘুচে দেই শরীরের সমস্ত লেটা।
২৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।