বিজয়ী বীর
- অথই মিষ্টি

দেখিনি বায়ান্ন দেখিনি চুয়ান্ন আমি দেখিনিকো একাত্তর
এই নব দিনে জন্ম নিয়েও চব্বিশ দেখেই বুঝলাম বহু দূর।
বছরের পর বছর ধরে জনসাধারনের উপর
নেমে আসা শোষণ অনিয়ম আর অবিচার।
এক নিমিশেই এই বাংলার সেই শোষিত মানুষেরাই আজ সঙ্গ গড়ে
নিভিয়ে দিলো অত্যাচারের প্রদিপ আর ভাঙলো বাধার পাহাড়।

আজ বুঝতে পারছি
ছাত্র মানেই শুধু শিক্ষার্থী নয়, নয়কো শুধু জনসাধারণ
ছাত্র মানেই সঠিক মুক্তির পর, আর সংগ্রামী বিদ্রোহী বিজয়ী আন্দোলন ।

ছাত্র মানেই শুধু সয়ে যাওয়া নয়, বুক ফুলিয়ে জাগ্রত প্রতিবাদ
শত শত জুলুমে শিকার হয়েও, যুদ্ধ করে নিয়ে আসা বিজয়ের সংবাদ।

বুঝতে পারছি আজ
ছাত্র মানেই নিশ্চুপ নয়, সাহসের সমুদ্র আর রক্তের পাহাড়
বায়ান্ন দেখিনি ইতিহাস শুনেছি, চব্বিশও ইতিহাস হলো আবার।


২৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।