না বলা কথা...২০
- অথই মিষ্টি

তুমি তাকাওনি আমি কেঁদেছি অঝড়ে
নিঝুম রাত থেকে দূর প্রহরে
কেঁদেছি আমি আমার হাঁসি মুখের আড়ালে।
সকল কাঁন্না মুচে যেত আমার।
দিন শেষে আগ্রহে তুমি দুহাত বাড়ালে।
শুধু পেয়েছি অনাকাঙ্ক্ষিত রাগান্বিত চেহারা তোমার।

নারী বলে ওরে
উপায় নাই অন্যথায় এই ভেবে রেখেছো অবহেলা করে
বেলা শেষে দেখবা
সকল সম্পর্ক মুচে গিয়ে স্ত্রী নামক ভেলায় আছো নির্ভর করে।

মারছ আমায় মানুষিক ভাবে করেছু নিখুঁত আঘাত
মুখ বুঝে শুধু সয়ে গেছি আমি করতে পারিনি প্রতিঘাত।
প্রতিদান দিয়েছি প্রভূর কাছে চোখ ভেঁজা সহস্রো কাঁন্না
তার দানে প্রভূ দিয়েছে মোরে বুক ভরা ধৈর্য আর সান্ত্বনা।


২৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।