ফেনীর দিকে লক্ষ্য করো
- মাহমুদুল মান্নান তারিফ
ফেনীর দিকে লক্ষ্য করো
মাহমুদুল মান্নান তারিফ
বানভাসিদের আহাজারি
আন্তরে দেয় দাগ!
ফেনীর দিকে লক্ষ্য করে
-দুঃখ করুন ভাগ।
সারাদেশের আট জেলাতে
বইছে জলের বান,
সামর্থ্যটা যার যেরকম
দিই বিলিয়ে ত্রাণ।
নারীশিশু কোথা যাবে
ঘর ডুবে যায় জলে?
মানুষসহ সব মালামাল
যাচ্ছে পানির তলে।
দিই বাড়িয়ে সাহায্যের হাত
আমরা সিলেটবাসী,
বানভাসি লোক যেই যেখানে
ফুটুক মুখে হাসি।
ভারত থেকে আসছে পানি
খুলে দিলো বাঁধ,
তাদের এমন প্রতিহিংসায়
জানাই প্রতিবাদ।
রচনা; ২৩ আগস্ট ২০২৪
২৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।