তেলাপোকা
- হোসাইন জাহান
ইদানিং রাতে ঘুম হয় না।
আচমকা ঘুম ভেঙে যায় মাঝরাতে।
সারা শরীরে তেলাপোকার উৎপীড়ন।
একঝাঁক তেলাপোকা। এদিক দৌড়ায় সেদিক দৌড়ায়। মাঝেমধ্যে স্প্রে করে সবগুলো মেরে ফেলতে ইচ্ছে হয়।
সে একসময় বলতো তেলাপোকায় সে বড্ড ভয় পায়। ঘিনঘিন করে তার পুরো শরীর।
আমি চাই
পৃথিবীর সকল তেলাপোকা বাঁচুক
শত কোটি বছর।
২৬-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।