বই প্রহরে
- অথই মিষ্টি

বই প্রহরে সুদীর্ঘ প্রদীপের দীপশিখা ওরে
যেন বইয়ের পাতায় ভাসে।
মনে ধরা কিছু পড়ে ফেললেই
মনে পড়ে গিয়ে হৃদয়ের জানালা খুঁলে হাঁসে।

প্রেমময় বোধের জগৎ জাগ্রত হয় বইয়ের পাতায়
প্রেম প্রেম মনে জাগলে।
বিষাদ সিন্ধুর ব্যাথা ভরা প্লাবন ভেসে ওঠে চোখে
বিরহ এসে বাসাবাধে যখন প্রেমময়তা হাড়ালে।

বইয়ে ঘুমন্ত সত্যের বাণী জেঁগে উঠে দ্বারায়
সুন্দর উদ্যোগ নিতে।
সাহস রেখে যে চলে সে সফল হয়
এমন কথা বুকে জাগায় সে সাহস পেতে।

যেমন কর্ম তেমন ফল
বইয়ে এমন কথাও আছে।
বই পড়েই মানুষ পাশাষ হয় আবার
বই পড়েই মানুষ হাঁসে


২৬-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৮-২০২৪ ০৪:৩৪ মিঃ

অনিন্দ্য সুন্দর প্রকাশ
খুব ভালো লাগলো।

অথই মিষ্টি
২৯-০৮-২০২৪ ২২:২৮ মিঃ

অসংখ্য ধন্যবাদ জনাব