ব্যথায় খট খট
- আলমগীর সরকার লিটন

গুলি মারা কি দৃষ্টিপট
ভাবনার উত্তর দক্ষিণ রথ;
তুমি আমি কি পাখি সব
নাকি আবু সাইদ নাকি মুগ্ধ!
শুধু রাস্তায় ফুটে থাকল-
রক্ত মাখা কৃষ্ণচূড়া পথ;
স্বৈরাচারের কলঙ্কে মুছবে না-
বৃষ্টি জল, শুকাবে না রক্ত কমল
গুলি মারা কি দৃষ্টি পট-
এই জনমে শুধু ব্যথায় খট খট।
২৮-৮-২৪


২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।