মারিয়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কে তুমি মারিয়া
মনটা কেন নিতে চাও কাড়িয়া,
তোমার কথার রঙ-ঢঙ্গ
মনের দরজায় কড়া নাড়ে ঢং ঢং।
কে তুমি মারিয়া
কোথায় করো বাস,
তোমার তরে ক্রাশ খাইলে
জীবনের সর্বনাশ।
কে তুমি মারিয়া
কেমন তোমার বদন,
তোমার প্রেমে পড়লে
করতাম খুব যতন।
২৮/০৮/২০২৪
উৎসর্গ: ময়মনসিংহের কন্যা মারিয়া ডাক্তার কে।তিনি মন খুব উদ্বেল করেছিল।কিন্তু তার প্রেমে পড়া মানেই জীবন নষ্ট করা,কারণ তার আপন হওয়া অসম্ভব।
#ফেসবুকে কথোপকথনের জবাবে লেখা...
২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।