না বলা কথা...২২
- অথই মিষ্টি
কঠিন নির্মমতার নির্মম পরিহাসের সমুখে একজন নারী
ঠিক তখনই পতিত হয়।
যখন সে তাঁর পিতামহের পুত্রের রাজকন্যা পদবী থেকে
স্ব-শরীরে আপন গৃহের নামে শ্বশুর গৃহের দ্বারস্থ হয়।
পাথর ফাঁটা কাঁন্নাকে যেমন সুদর্শন শীতল নাম
মন মাতানো মনোমুগ্ধকর ঝড়না নামে ডাকা হয়।
অনুরুপ হাজারো অবহেলা জমানো অভিমানী নারীকে
পুকুরের পদ্মা ডালের পুষ্প ঘরের বউ নামক আখ্যা দেওয়া হয়।
সহস্রাধিক বিষাদে বিষাক্ত হয়েও স্ব-ইচ্ছায় আপন আত্বিয়দের নিকটে
তবু্ও একজন নারী বিন্দু পরিমান আঘাতহীনা পুষ্প হয়ে নিজেকে প্রদর্শন করে।
ঠিক যখন সে বিবাহিতা নারী নামে পরিচয় বরণ করে
যখন সে চিরন্তন শক্তিশালী পিতা নামক বটবৃক্ষের শাখা থেকে ঝড়ে পড়ে।
অতিব আপন প্রিয় পিতা মাতা প্রিয়জনের বিচ্ছেদেও একজন নারী
বিচ্ছেদ লুকানো সুখময় হাঁসি হাঁসে।
যখন সে মন থেকে সমাজের ও ইসলামের নিয়ম নিয়ে মেনে
আপন পরিবারের ছেলে মেয়ে আর স্বামী স্বজনদের সুখ সাচ্ছন্দ্যে নিজে ভাসে।
২৯-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।