জিয়াউর রহমানকে উৎসর্গিত তারিফের দু'টো কবিতা
- মাহমুদুল মান্নান তারিফ

(এক) "সোনার ছেলে"
মেজর জেনারেল জিয়াউর রহমানকে উৎসর্গিত
--- মাহমুদুল মান্নান তারিফ

নামখানা যাঁর শুনতে পেলে সিংহ পেতো ভয়,
জানতে হবে কে সে তিনি - কী তাঁর পরিচয়?
কোন জেলাতে জন্ম তাঁরই কোন গেরামের ছেলে?
স্বাধীনতার যুদ্ধে কেমন - যুদ্ধ খেলা খেলে?

এমন সোনার ছেলেটারে জানতে সবাই চায়,
জানতে হলে তাঁর পরিচয় - বগুড়াতে আয়।
গেরামের নাম বাগবাড়ি'টা, জিয়া ছেলের নাম,
মুক্তিযুদ্ধে ছিলো যে তাঁর - শ্রেষ্ঠ অবদান।

তাঁর পরিচয় মেজর জিয়া, স্বাধীনতার ঘোষক,
একাত্তরে দেন তাড়িয়ে - যারা ছিলো শোষক।
উপাধি'টা "বীর উত্তম"-ই, পেয়ে গেলেন তিনি,
দেশের মানুষ তাঁরই কাছে থাকলো হয়ে ঋণী।

সেনাপ্রধান ছিলেন তিনি -- এক সাহসী বীর,
প্রেসিডেন্টও এক সময়ের - উচ্চ তাঁরই শির।

(দুই) "বাংলাদেশের গর্ব"

উনিশ শতো ছত্রিশ সালের জানুয়ারির উনিশে,
একটি ছেলের জন্ম হলো "জিয়া" নামে উনি সে।
বগুড়ারই সোনার ছেলে "জিয়া" দেশের রত্ন,
বুকের ভেতর মানুষ তাঁকে করে রাখেন যত্ন।
বাগবাড়ি তাঁর গেরামের নাম যেনো বাঘের বাচ্চা,
মুক্তিযুদ্ধের "বীর উত্তম"-ই, বলতেন কথা সাচ্চা।
জিয়াউর রহমান বাংলাদেশের ব্যক্তি ছিলেন গুণী,
স্বাধীনতার ঘোষক তিনি ----- ইতিহাসে শুনি।
সোনার ছেলে "শহিদ জিয়া" বাংলাদেশের গর্ব,
দশটি ছন্দে শেষ হলো এই -- কীর্তিমানের পর্ব।

রচনা; ১৯ জানুঃ ২০১৬ (৮০তম জন্মবার্ষিকী)


৩১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৫-০৯-২০২৪ ০৮:৫৮ মিঃ

বগুড়ারই সোনার ছেলে "জিয়া" দেশের রত্ন,
বুকের ভেতর মানুষ তাঁকে করে রাখেন যত্ন।

০৬-০৯-২০২৪ ২১:৩৬ মিঃ

কবিতাটি রাজনৈতিকভাবে উপলক্ষ করে লেখা হয় নি। সম্পূর্ণ স্বতন্ত্র কবিতা।