শিক্ষক আমার শিক্ষাগুরু
- মাহমুদুল মান্নান তারিফ
শিক্ষক আমার শিক্ষাগুরু
মাহমুদুল মান্নান তারিফ
শিক্ষক আমার শিক্ষাগুরু আমার মাথার তাজ,
যাঁর কাছ থেকে দীক্ষা নিয়ে মানুষ হলাম আজ।
কেন তাঁকে আজ অপমান করছেন এসব কারা?
এসব যারা করছেন কেন কার প্রেরণায় তারা?
স্বহস্তে আইন তোলে নিলে দেশ নিরাপদ থাকে!
উভয়পক্ষ দোষী তো আইন শাস্তি দিবেন কাকে?
নিজের ভুলে দোষী হলে থাকবেন পাশে কেউ!
নিয়ম ছাড়া তুলবেন কেন আন্দোলনের ঢেউ?
আচ্ছা বলো চাকরি কী হয় জনগণের ভোটে?
নিয়ম ছাড়া ছাড়তে হবে - উচিত হলো মোটে!
দুর্নীতিবাজ নাই বলি না, অনেক এসব করে,
তাইবলে কী নিয়ম ছাড়া কেউ দোষীকে ধরে?
আইনের উর্ধ্বে নয় জনতা বিচারবিভাগ আছে,
সব খতিয়ে দেখার বিষয় দাবি আইনের কাছে।
চাইনা শিক্ষক অসম্মান হউন তদন্ত হউক ঠিক,
দোষ-অপরাধ করলে গুরু আইন শায়েস্তা দিক।
রচনা; ৩১ আগস্ট ২০২৪
৩১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।