কবি হাফিস
- আলমগীর সরকার লিটন ১৪-০৯-২০২৪

সবুজ বাংলায় কবিতার নিঃশ্বাস
থেমে গেলো ভীষণ কস্ট চাপায়;
যে পথের পথিক সংগ্রামে সাহসি সৈনিক
কবি হাফিস - অম্লান করে গেলে কবি
আমার অনুপ্রেরণার এক ডালা কবিতার ধ্বনি!
তোমার মৃত্যু এভাবে নয়, সমস্ত কবিতা চয়ন
অশ্রু সিক্ত শুধু বাংলায়, পদ্মায়, যমুনায়-
বয়ে আসুক কবি হাফিস কবিতায় কবিতায়
স্মৃতির মনিকোঠায় বেঁচে থাকো অমর কবি-
ঋণী করলে তোমার পথের যাত্রী, কবি হাফিস!
৩০/৮/২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৯-২০২৪ ০৩:৪৬ মিঃ

সুন্দর উপস্হাপনা।

আলমগীর সরকার লিটন
০২-০৯-২০২৪ ১০:১৮ মিঃ

মহান আল্লাহ কবি হাফিস কে জান্নাত বাসি করুণ আমিন
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন---