মিষ্টি প্রেমের চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪

প্রিয় মারিয়া,

এই চিঠিটি তোমার জন্য আমার শেষ আয়োজন।হয়তো পাগলামি করতে করতেই এক সময় ঠিকই তোমার প্রেমে পড়তাম। আমি খুব আবেগী, হয়তো তোমার কাছে আমার কোন মূল্য নাই।কিন্তু, আমি অনেকের কাছে অনেক কিছু। আমার মনের মধ্যে তোমার জন্য যে প্রেমের সূচনা হয়েছিল, তা হয়তো স্মৃতিতে চিরকাল থেকে যাবে।

তোমার মনের মাঝে এক সময় হয়তো প্রেম জন্মাত আমার জন্য।কিন্তু এখন মনে হচ্ছে, আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। তুমি হয়তো জানো না, আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে ভালোবাসা যথেষ্ট নয়। আমি অনুধাবন করছি, আমাদের সম্পর্কের মধ্যে কিছু অভাব রয়েছে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না। তাছাড়া একতরফা পাগলামি করে ভালবাসা হয় না।হয়তো তোমাকে তেমন কিছু দিতে পারতাম না তবে তোমার সব ছোট্ট চাওয়া কে পূরণ করতে পারতাম।

অঙ্কুরেই আমার ভালবাসার যবনিকা ঘটলো। তোমার মঙ্গলার্থে আমি প্রস্থান করলাম। আমি চাই তোমার স্বপ্নগুলো পূরণ হোক এবং তুমি সুখী হও।

আমি তোমার প্রতি সবসময় যত্নশীল ছিলাম, থাকব। তোমার সুখে আমি খুশি হবো। আমি আশা করি, তুমি এই চিঠিটি পড়ে খুব আনন্দিত হবে যে তোমার জীবন থেকে একটি পাগলের মৃত্যু ঘটলো।

যেখানে তুমি থাকো, যার অর্ধাঙ্গীনী হও আমার শুভেচ্ছা রইলো।

সবশেষে, বিদায় তবে ভালোবাসা সর্বদা থাকবে।

তোমার,
পাগল ফাইয়াজ ইসলাম ফাহিম

০১/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
০২-০৯-২০২৪ ০৮:০৩ মিঃ

মারিয়া