অমর কবিতা
- আলমগীর সরকার লিটন
যাহার জন্ম না হলে-
এই গণতন্ত্র, এই স্বাধীনতার-
জন্মই হতো না !
নেতা নেত্রীদের সুবাসিত গন্ধ
বাতাসে- বাতাসে উড় তো না;
তিনি যুগে যুগে পূনর্জন্মবে
বার বার ফিরে আসবে-
যাবে না মুছে ফেলতে
এ দেশের মানুষ ভালোবাসবেই
এই স্বাধীন বাংলাদেশে;
আমার তোমার চেতনায়
আর বিশ্বাসে লয়- ইতিহাসের
পাতায় পাতায় দেখো শুধু
জিয়া আমাদের জিয়া
সে তো এক অমর কবিতা;
কত স্বৈরাচারের অপচেষ্টায়
মুছে ফেলতে পারিনি
বীর শহীদ জিয়াউর রহমান
হাজার বছরের প্রতিধ্বনি
উজ্জীবিত অমর কবিতার প্রাণ।
০২-০৯-২৪
০২-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।