শান্তির ধর্ম
- মোঃ মুসা (গাংচিল)
শান্তির ধর্ম কী ভাই ? কোন ধর্মে শান্তি আছে
উত্তর খুঁজতে গিয়ে নাকি ক্লান্ত হয়ে গেছে।
যেখানে শান্তি নিশ্চিত সে ধর্ম শান্তির ধর্ম,
যেখানে ক্ষুধা নেভায় নিজ বলে করে কর্ম।
যে ধর্মে শান্তি রয়েছে যেটা মানুষে মানুষে
মানবতা ঠাঁই ধরে সেটা সকালের পাশে।
এগিয়ে আসে সকলে যেথা বিপদে আপদে
লোভ হিংসা নেই যেথা অবিচার নেই কাঁধে।
মানবতা যে ধর্মের চলে স্লোগান মিছিল
নিজের সুবিধা নিয়ে কেউ হয়না পিছিল।
যেথা মানুষের জয় কল্যাণ কামনা হয়,
মানুষে মানুষে যেথা বন্ধন আবদ্ধ রয়।
মুখে শান্তির স্লোগান কাজে অশান্তির মূল
মানুষ বোকা বানানো বিশৃঙ্খলা প্রতিকূল।
সে ধর্ম কি শান্তি ভাই? সেখানে শান্তিতো নাই
জীবনের জয়গান যেখানে প্রশস্ত ভাই।
শান্তির ধর্ম খুঁটিতে দেখাতে হবে শান্তি কি?
০৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।