এটাই বাংলাদেশ
- মোঃ মুসা (গাংচিল)
লড়তে জানি ধরতে জানি গড়তে জানি দেশ,
থামায় কেরে নামায় কেরে এই বাংলাদেশ।
দুঃখ ভুলে সুক্ষ্ম মনে এগিয়ে চলি ভাই,
সবুজ বুকে রঙিন ধরে এমন কোথা পাই।
করে জুলুম করি পতন দেখি সূর্যোদয়,
নতুন করে বাঁচতে দেখি হবে জাতির জয়।
আবার যদি কালো ছায়ায় আঁধার ডেকে আনে
ছাত্র সেনা বীরের মত লড়াই তবে জানে।
এগিয়ে গেছে ক্রিকেট খেলা হবে বিশ্বজয়,
এগিয়ে যাবে সোনার ছেলে জানিনা পরাজয়।
এগিয়ে যাবে সকল পটে বাঙালি হবে ধন্য
তাই বাঙালি দেশ পেয়েছি স্বাধীনতার জন্য।
০৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।