বিক্ষিপ্ত ভাবনা
- অনির্বাণ মিত্র চৌধুরী ১৪-০৯-২০২৪

শুধু মনে রেখো,
যদি হারিয়ে যাই কোনোদিন কোনো এক বিষন্ন বিকেলে
সহস্র লোকের মিছিলে
কিংবা দলছুট কোনো পাখির বিরহী সুরে
যদি ভেসে যাই দূরে
ধু-ধু মাঠ কিংবা জনশূন্য কোনো প্রান্তরে
যদি একাকী বসে থাকি
বুকের ভেতর বিক্ষিপ্ত ঝড় পুষে রাখি যত্নে
এক আকাশ স্বপ্ন চোখে নিয়ে যদি তাকিয়ে থাকি পাহাড়ের দিকে
সমুদ্রের গর্জনে যদি কান ভেসে যায় লালাভ লাভায়
তবু মনে রেখো, ভুলে যেও না আমায়!


জুন, ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।